রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘আর্কিটেকচার এডুকেশন ইকোলজি অ্যান্ড বিল্ড এনভায়রনমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে শুরু হয়ে রুয়েট অডিটোরিয়ামে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রুয়েট উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রধান প্রফেসর ইকবাল মতিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোশাররাফ হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. আব্দুল আলিম প্রমুখ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান প্রফেসর ড. মলয় মুখোপাধ্যায়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান প্রফেসর ড. স্বদেশ পাল, কলকাতার উইমেন খ্রিস্টান কলেজের প্রফেসর ড. মনীষা দেব সরকার ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো সাশ্বতী রায়।
রুয়েটের আর্কিটেকচার বিভাগ আয়োজিত এ সেমিনারে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৪