ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজধানীতে কারিগরি শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুন ২০, ২০১৪
রাজধানীতে কারিগরি শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে   ৠালিটি শুক্রবার সকাল ৯টায় শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব, শিক্ষাভবন, দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।



র‌্যালির নেতৃত্ব দেন শিক্ষাসচিব ড. মো: সাদিক।

এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, কারিগরি শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক শাহাজাহান মিয়া ও শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যালিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজের জন্য আসতে পারেননি।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, প্রায় অর্ধশত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবারের র‌্যালিতে অংশ নেয়।

১৮ থেকে ২৪ জুন নানা কর্মসূচির মধ্য দিয়ে এই শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে, কারিগরি শিক্ষায় দক্ষতা এবং সচেতনতা বাড়াতেই এই সপ্তাহের আয়োজন করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ