ঢাকা: পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের বর্ষ সেরা শিশু শিল্পীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।
২০১৪ সালের বর্ষসেরা বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন সিলেটের অভিনন্দন কুণ্ডু এবং বর্ষসেরা শিশু শিল্পী সন্মাননা লাভ করেছেন সিলেটের হামিদুর রহমান রাহি।
এছাড়াও চারটি গ্রুপ থেকে ঢাকার ইনারা আলম রামিরা, নাদিয়া তাসনিম, নিহারিকা অহনা বারসাত এবং নারায়ণগঞ্জের মাহি মঈন মোট চারজনকে প্রথম ও ৫১ জনকে দ্বিতীয় বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
চ্যাম্পিয়ন অভিনন্দন কুণ্ডুর হাতে ১০ হাজার টাকা, একটি গোল্ডেন ট্রফি ও উত্তরীয় পড়িয়ে দেন এবং অন্যান্য বিজয়ীদের হাতে সন্মাননা স্মারক তুলে দেন জিল্লুর রহমান সিদ্দিকী।
এবি ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের অর্থয়ানে আয়োজিত প্রতিযোগিতায় ৩ থেকে ১৫ বছর বয়সী পাঁচ হাজার প্রতিযোগী অংশ নেয়।
সভাপতির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, শিশুদের কাছে থেকে আরো কিছু পেতে হলে তাদের প্রতিভা খুঁজে বের করতে হবে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে মেধা খুঁজে বের করে তাদের পুরস্কৃত করতে হবে।
এসময় পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলটিকে আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম আমানুল্লাহ, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় রকিবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের প্রিন্সিপাল আনোয়ার হাসান বাবু।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুন ২১, ২০১৪