ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজা হাসান ত্বকির (২৩) ওপর হামলাকারী সন্ত্রাসী লিমনকে গ্রেফতারের দাবিতে ৮ম দিনের মতো অব্যাহত রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন।
শনিবার বৃষ্টিতে ভিজে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা।
সকাল সাড়ে ১১টার দিকে বের হওয়া এ বিক্ষোভ মিছিল শহরের চরপাড়া মোড় হয়ে কলেজ ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফখরুল ইসলাম।
এদিকে, লিমনকে গ্রেফতারে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টা সময় শেষ হয়েছে শনিবার দুপুর ১২টায়। পরে কলেজ কর্তৃপক্ষের অনুরোধে রোববার দুপুর ১২টা পর্যন্ত সময় বাড়ায় আন্দোলনকারীরা।
এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মেডিকেল কলেজ গ্যালারি ও কলেজ ভবনের সামনে দু’দফা বৈঠকে করেন শিক্ষকরা। বৈঠকে অধ্যক্ষ ডা. মতিউর রহমান, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূইয়াসহ কমপক্ষে ২০জন শিক্ষক উপস্থিত ছিলেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। কেবল সন্ত্রাসী লিমনকে গ্রেফতারে কলেজ কর্তৃপক্ষের কাছে আরো একটা দিন অর্থাৎ, রোববার দুপুর ১২টা পর্যন্ত সময় চেয়েছে পুলিশ। আমরা সেই সময় দিয়েছি। এ সময়ের মধ্যে গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার সকালে শহরের কৃষ্টপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী লিমন ও তার লোকজন ত্বকিকে পিঠে ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।
ওইদিন দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ২১, ২০১৪