ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিট অ্যারেনা আয়োজন করছে এনএসইউ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুন ২২, ২০১৪
বিট অ্যারেনা আয়োজন করছে এনএসইউ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ঢাকা: প্রযুক্তি বিষয়ক প্রোগ্রাম ‘বিট অ্যারেনা-২০১৪’ আয়োজন করতে যাচ্ছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের আইসিটি ক্লাব এনএসইউ কম্পিউটার ক্লাব এর আয়োজন করতে যাচ্ছে।



এ ব্যতিক্রমী আয়োজন শুরু হবে মঙ্গলবার। চলবে বুধবার পর্যন্ত। এতে অংশ নিতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে সোমবারের মধ্যে।

দু’দিনব্যাপী এই আয়োজনে প্রথম দিনে থাকছে মাইক্রোসফট বাংলাদেশের সহায়তায় প্রযুক্তি আগ্রহী শিক্ষার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রতিযোগিতা। দ্বিতীয় দিনে থাকছে আইটি ফেয়ার। ফেয়ারে বিভিন্ন আইটি প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। থাকছে ক্রিপ্টোগ্রাফির ওপরে বিশেষ কর্মশালা।

এছাড়া কোয়াড্র ল্যাবের সহায়তায় মোবাইল গেমস ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনারের আয়োজন থাকছে এনএসইউবিট অ্যারেনার এবারের আয়োজনে। থাকবে ডোরস এর সহায়তায় এক্সবক্স কিনেক্ট গেমিং।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।