ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পানির দাবিতে রাবির ছাত্রী হলে বিক্ষোভ, ভাঙচুর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
পানির দাবিতে রাবির ছাত্রী হলে বিক্ষোভ, ভাঙচুর

রাবি : পানি সরবরাহের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে গভীর রাতে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন ছাত্রীরা। রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।



হলের কয়েকজন আবাসিক ছাত্রী বাংলানিউজকে বলেন, হলের ‘গ’ ব্লকে দীর্ঘদিন ধরে পানির জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে ছাত্রীদের। কয়েকদিন পর পর ওই ব্লকে পানির লাইন নষ্ট হয়। গত এক সপ্তাহ ধরে প্রায়ই পানি থাকে না। এব্যাপারে হল প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হলেও তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।

ছাত্রীরা জানান, রোববার বিকেলের পর থেকে হলে পানি নেই। পানি না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এতে ক্ষুব্ধ ছাত্রীরা রাত ১২টার দিকে হলে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে ক্ষুব্ধ ছাত্রীরা হলের কর্মকর্তাদের তালাবদ্ধ কক্ষে জানালার কাঁচা ও নেমপ্লেট ভাঙচুর করেন।

আবাসিক ছাত্রীরা অভিযোগ করে বলেন, বিক্ষোভ শুরু হওয়ার পর এব্যাপারে হল প্রাধ্যক্ষকে অবহিত করা হলেও তিনি হলে আসেন নি। রাত ১টা পর্যন্ত বিক্ষোভ করেন ছাত্রীরা। পরে হলের আবাসিক শিক্ষকরা গিয়ে পানির লাইন মেরামতের আশ্বাস দিলে ছাত্রীরা শান্ত হন।

এব্যাপারে হল প্রাধ্যক্ষ নাসিমা আখতার বাংলানিউজকে বলেন, ‘হলের ওই ব্লকে কয়েকদিন থেকে পানির সমস্যা হচ্ছে। ছাত্রীদের শান্ত হতে বলা হয়েছে। সকালে সংশ্লিষ্টদের ডেকে সমস্যার সমাধান করা হবে। ’

বাংলাদেশ সময় : ০২৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।