ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনা সিটি কলেজের ভর্তি কার্যক্রমে ছাত্রলীগের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
খুলনা সিটি কলেজের ভর্তি কার্যক্রমে ছাত্রলীগের বাধা

খুলনা: খুলনার সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণীর ভর্তিতে ছাত্রলীগের কিছু নেতাকর্মী কোটা দাবি করে কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। তারা একজন শিক্ষককে অপমান করেছেন।

এতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সাধারণ শিক্ষার্থীরা জানান, বুধবার স্বাভাবিকভাবে ভর্তি কার্যক্রম শুরু হলে মহানগর ছাত্রলীগের ডলার-গোপাল গ্রুপের অনুসারীরা ভর্তি কমিটির কাছে গিয়ে কোটা দাবি করেন। এ সময় তাদের দাবি অনুযায়ী ভর্তি না করায় শিক্ষক হাবিবুর রহমানের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্ররীগ নেতাকর্মীরা। ওই শিক্ষকের সঙ্গে অশোভনীয় আচরণ করেন তারা।

তখন ছাত্রলীগ নেতাকর্মীরা ভর্তি কার্যক্রম বন্ধ করে দেন। কয়েক ঘণ্টা পর ভর্তি প্রক্রিয়া আবারও শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন,  আমরা শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ কিংবা ভর্তি কার্যক্রমে বাধা দেইনি। কেবল কোটার দাবি জানিয়েছি।

এর আগে সোম ও মঙ্গলবার ছাত্রলীগ ভর্তি কমিটির কাছে গিয়ে ভর্তিতে কোটা দাবি করে। কিন্তু শিক্ষকরা বোর্ডের নতুন ভর্তি পদ্ধতিতে মেধার বিপরীতে কোটায় ভর্তির সুযোগ নেই বলে জানান। এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা ভর্তি বন্ধ করে দিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে।

তবে কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ রেজার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর গুলশানারা বেগম সকাল ১১টা ৩৮ মিনিটে বাংলানিউজকে বলেন, এখন কিছু বলা যাবে না।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ