ঢাকা: প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পর উচ্চ মাধ্যমিক তথা কলেজেও পুরো রমজান মাস ছুটি থাকবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে এ ছুটি ঘোষণা করেছে।
এতে বলা হয়, আসন্ন পবিত্র রমজান, জুমা-তুল-বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি কলেজ (সরকারি আলিয়া মাদরাসা, টিটি কলেজ ও গভ. কমার্সিয়াল ইনস্টিটিউটসহ) ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ২৯ জুন থেকে বন্ধ থাকবে। এই প্রতিষ্ঠানগুলো ৬ আগস্ট পুনরায় খুলে দেওয়া হবে।
তবে পাবলিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম এ ছুটির আওতাবহির্ভুত থাকবে।
মঙ্গলবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক আদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি-বেসরকারি স্কুল-মাদ্রাসায় ২৯ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করে।
এর আগে গত ১৬ জুন মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক দিক বিবেচনা করে রমজানজুড়ে ছুটির নির্দেশ দেন। প্রয়োজনে অন্যান্য ছুটি কমিয়ে আনতে বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২৫, ২০১৪