রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের উন্নয়ন-গবেষণা, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে রাবির ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন।
ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. শহীদুল্লাহর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক এম এ মতিন। এতে স্বাগত বক্তব্য রাখেন- প্রফেসর স্বরোচিষ সরকার।
সেমিনার শেষে বিকেল ৩টার দিকে ‘বাংলাদেশের উন্নয়ন-গবেষণা, অংশগ্রহণমূলক গবেষণার অভিজ্ঞতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষক ছিলেন- আর ডি এ বগুড়ার সামাজিক বিজ্ঞান বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মনসুর রহমান।
এছাড়া বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘বাংলাদেশের উন্নয়ন-গবেষণা, প্রয়োগিক গবেষণার অভিজ্ঞতা’ শীর্ষক কর্মশালার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই কর্মশালা শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৪