ঢাকা: প্রতিবন্ধীদের উন্নয়নে অতীতের যেকোনো সরকারের চেয়ে বর্তমান সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘প্রতিবন্ধীদের শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, দেশের ১০ শতাংশ মানুষ যেখানে প্রতিবন্ধী সেখানে সরকার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছে। তাদের জন্য বিশেষ শিক্ষাদানের বিষয়টি সরকারের চিন্তায় রয়েছে। একজন প্রতিবন্ধীর বিপরীতে এক প্রশিক্ষক প্রয়োজন থাকলেও নানা সীমাবদ্ধতায় এটি সম্ভব হচ্ছে না। তবুও বাংলাদেশে একটি নির্দিষ্ট এলাকাকে ইউনিট করে একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নেওয়া যেতে পারে।
আগে প্রতিবন্ধীদের বিষয়টি গুরুত্ব দেওয়া না হলেও শেখ হাসিনা সরকারের সময় তাদের বিষয়ে গুরুত্বের কমতি নেই। প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সর্বাধুনিক প্রযুক্তি ও শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে বলেও জানান মোস্তাফিজুর রহমান।
সিএসআইডি প্রকল্প পরিচালক খন্দকার জহুরুল আলীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাসচিব শ্যামল কান্তি ঘোষ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) প্রধান ইলিয়াস কাঞ্চন, চাঁপাই নবাবগঞ্জের কৃষ্ণগবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রতিবন্ধী শিক্ষার্থী সজীব আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুন ২৬, ২০১৪