রাজশাহী: রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম প্রায় দু’ঘণ্টা বন্ধ ছিলো।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ ভবনের দ্বিতীয় তলায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতক্ষদর্শীরা জানায়, সকাল ১০টা থেকে রাজশাহী সরকারি সিটি কলেজে দ্বিতীয় অপেক্ষামান তালিকা ৭০০ থেকে ১৩০০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। কলেজের দ্বিতীয় তলায় এ ভর্তি প্রক্রিয়া চলছিল।
বেলা ১১টার দিকে ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল সেখানে গিয়ে ভাঙচুর চালায়।
হামলাকারীরা কক্ষের ভিতরে থাকা চেয়ার-টেবিল ভেঙে তছনছ করে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে নিচে নেমে যান। পরে হামলাকারীরা পাশের আরও দু’টি কক্ষে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
পরে খবর পেয়ে মহানগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১টার দিকে পুলিশ পাহারায় পুনরায় ভর্তি কার্যক্রম শুরু হয়।
সহকারী পুলিশ কমিশনার সাইফুর রহমান জানান, ভর্তি প্রক্রিয়া বন্ধের জন্য একটি ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা কলেজে হামলা চালিয়েছে বলে তিনি শুনেছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ভর্তি প্রক্রিয়া শুরু হয়।
রাজশাহী সিটি কলেজ অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেন, ‘অবৈধ সুযোগ-সুবিধা না দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজে হামলা করেছে। তবে আমরা নিয়মের বাইরে কিছু করতে পারব না। কাউকে বঞ্চিত করে, অন্যকে সুবিধা দিতে পারব না। ’
ছাত্রলীগের সিটি কলেজ শাখার সভাপতি শামসুল আরেফিন রবিন বলেন, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা ভর্তি বাতিল করেছে, তাদের টাকা ফেরত দিতে গড়িমসি করছে কলেজ কর্তৃপক্ষ। ওই টাকা আদায় করতে ছাত্রলীগের কর্মীরা সেখানে গিয়েছিল।
সেখানে ছাত্রলগের কর্মীরা কোনো ভাঙচুর চালায়নি উল্লেখ করে ছাত্রলীগ নেতা বলেন, শিক্ষার্থীদের টাকা ফেরত না দিলে আমরা আবার আন্দোলন করব।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ২৬, ২০১৪