ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে আন্তঃডিসিপ্লিন হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
খুবিতে আন্তঃডিসিপ্লিন হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আন্তঃডিসিপ্লিন হ্যান্ডবল প্রতিযোগিতায় মেয়েদের স্থাপত্য এবং ছেলেদের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে মেয়েদের ফাইনালে মুখোমুখি হয় স্থাপত্য ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এবং ছেলেদের ফাইনাল খেলায় পরিবেশ বিজ্ঞান ও ফার্মেসী ডিসিপ্লিন।
 
মেয়েদের ফাইনাল খেলায় স্থাপত্য ডিসিপ্লিন ৩-২ গোলে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনকে পরাজিত করে এবং ছেলেদের ফাইনাল খেলায় পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন ৪-৩ গোলে ফার্মেসী ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।



মেয়েদের খেলায় স্থাপত্য ডিসিপ্লিনের সামসুন নাহার আশা ২টি এবং তানিয়া তাবাস্সুম তিসা ১টি গোল করেন। অন্যদিকে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের নিশাত তাসনিম ২টি গোল করেন।

অপরদিকে পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের রাতুল ইসলাম ২টি, ছাব্বির আহমেদ ও আলমগীর কবীর ১টি করে গোল করেন। অন্যদিকে ফার্মেসি ডিসিপ্লিনের মঞ্জুরুল আলম ২টি ও ওমর ফারুক ১টি গোল করেন।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আনন্দ-উল্লাসে দু’টি ডিসিপ্লিনের ফাইনাল খেলাটি হয়ে ওঠে উপভোগ্য। খেলার মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য ছিল মান সম্পন্ন।  

এ সময় উভয় ডিসিপ্লিনের ডিসিপ্লিন প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে শারীরিক শিক্ষা চর্চা বিভাগ থেকে জানানো হয়।  

বাংলাদেশ সময় : ১৪৫৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ