ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পদ্ধতি ‘জটিলতায়’ আটকা ৩৫তম বিসিএস

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
পদ্ধতি ‘জটিলতায়’ আটকা ৩৫তম বিসিএস

ঢাকা: বছরের শুরুতে বিজ্ঞপ্তি প্রকাশ করার রেওয়াজ থাকলেও নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জটিলতায় আটকে আছে ৩৫তম বিসিএস পরীক্ষা। গতানুগতিক ধারার পরিবর্তে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন আনতে গিয়ে এখনও চূড়ান্ত করা যায়নি বিধিমালা।

ফলে চাকরীপ্রার্থীদের অপেক্ষারও শেষ হচ্ছে না।

জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তারা বলছেন, খুব দ্রুতই নতুন নিয়মেই প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
পিএসসি চেয়ারম্যান ইকরাম আহমেদ রোববার বাংলানিউজকে বলেন, আমাদের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত দিলে

আমাদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি আছে। সর্বশেষ ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাও ১০০ নম্বরে অনুষ্ঠিত হয়।

এবার পিএসসির ৩৫তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত কমিটি প্রিলিমিনারিতে ১০০ নম্বরের পরিবর্তে ৩০০ নম্বর এবং সময় এক ঘণ্টা থেকে বাড়িয়ে তিন ঘণ্টা করা ছাড়াও বেশকিছু বিষয়ে পরিবর্তনের সুপারিশ করে বিধিমালা সংশোধন করে খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সচিব কমিটিতে ২০০ নম্বরের প্রিলিমিনারি নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এছাড়া প্রবেশ-পদনাম পরিবর্তনসহ বেশকিছু বিষয় পরিবর্তন করা হয়েছে। এবারের বিসিএস সিলেবাসে মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্তের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
 
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সবকিছু কনসিডার করব। বর্তমানে ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান- এ পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে পরিবর্তন এনে মানসিক দক্ষতার বিষয়টি অন্তর্ভুক্তের সুপারিশ করা হয়েছে, জানান পিএসসির কর্মকর্তারা। প্রিলিমিনারি ছাড়াও লিখিত ও মৌখিক পরীক্ষার পর্যায়েও পরিবর্তন আসবে।

এছাড়া পরীক্ষার আবেদনের ফি ৫০০ টাকা থেকে ৭০০ টাকা করা হচ্ছে।

প্রার্থীদের সুবিধার জন্যই পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে স্বীকার করে পিএসসির চেয়ারম্যান বলেন, যাতে প্রার্থীরা ভালভাবে পরীক্ষা দিতে পারে সে বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

সংশোধিত বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

তবে কবে নাগাদ বিজ্ঞপ্তি হতে পারে- সে ব্যাপারে পিএসসি চেয়ারম্যান সুনির্দিষ্ট করে কিছু না জানালেও তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যেটুকু যোগাযোগ হয়েছে তাতে বলা যায়, খুব শিগগিরই তারা পাঠিয়ে দেবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (বিধি) হাবিব মো. হালিমুজ্জামান মঙ্গলবার বাংলানিউজকে বলেন, পিএসসির মতামত পাওয়ার পরে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে পিএসসির প্রিলিমিনারি পরীক্ষা সংক্রান্ত কমিটি বিষয়টি চূড়ান্ত করবে।

খুব শিগগিরই তা চূড়ান্ত হবে বলে জানান হালিমুজ্জামান।

তবে সচিব কমিটির সিদ্ধান্তের বিষয়টি পিএসসিতে এখনও যায়নি বলে জানান ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সংক্রান্ত কমিটির এক সদস্য।
পিএসসির ওই সদস্য জানান, প্রতি জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এবছর নতুন নিয়মের কারণেই দেরি হচ্ছে।

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জানান, ৩৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে এক হাজার ৭৪৯ জন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ