ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে আইকিউ চ্যালেঞ্জ প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
কুয়েটে আইকিউ চ্যালেঞ্জ প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘ইন্ট্রা কুয়েট রুবিক’স কিউব, সুডোকু ও আইকিউ চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ভবনে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা।

মোট তিনভাগে ভাগ করা হয়েছিল পুরো আয়োজনটিকে। প্রথমেই ছিলো সুডোকু কনটেস্ট, এরপর আইকিউ কনটেস্ট এবং সবশেষে আয়োজন করা হয় রুবিক’স কিউব মেলানো প্রতিযোগিতা। কুয়েট ম্যাথ ক্লাব ও কুয়েটিয়ান কিউবিস্টস ক্লাবের উদ্যোগে এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করে জিরো টু ইনফিনিটি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হোসেন শিক্ষার্থীদের চিন্তা-ভাবনার জগতকে আরো প্রসারিত করতে এমন প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনে এমন অনুষ্ঠানের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।   

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক মো. নূর কুতুবুল আলম বলেন, “শিক্ষার্থীদের মাঝে চ্যালেঞ্জিং মনোভাব গড়ে তোলার জন্য এ ধরনের প্রতিযোগিতা বেশ গুরুত্বপূর্ণ।



এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সুডোকু কনটেস্টে প্রথম হয়েছেন রেদওয়ান আহমেদ রাহাত, দ্বিতীয় এনামুল হাসান এবং তৃতীয় তুনাজ্জিনা বিনতে আলম দিয়া।

আইকিউ টেস্টে প্রথম হয়েছেন মো. তারিকুল ইসলাম সুশান, দ্বিতীয় আসিফ রেজা এবং তৃতীয় স্বর্ণলেখা দিগন্ত।

এছাড়া রুবিক’স কিউব মেলানোতে যুগ্মভাবে প্রথম হয়েছেন নাফিস শাহরিয়ার ও ফুয়াদ হাসান সাব্বির, দ্বিতীয় রেদওয়ান আহমেদ রাহাত এবং তৃতীয় তালহা।
বিজয়ীরা জানান, এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিতে পেরে সকলেই খুশী।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ