ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নহিদ বলেছেন, গত সাড়ে ৫ বছরর ইতিহাসে এটি একটি কালো দাগ। এটি আমরা সহজভাবে নিই নি, নিতে পারি না।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত কমিটি স্বাধীনভাবে তদন্ত কাজ শেষে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। তিন টা মন্ত্রণালয় নিয়ে গঠিত কমিটি এসব সুপারিশ করেছে।
এসব সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৭৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৪