ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নেত্রকোনা সরকারি কলেজে শিক্ষার্থী ভর্তি স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
নেত্রকোনা সরকারি কলেজে শিক্ষার্থী ভর্তি স্থগিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে কলেজের অধ্যক্ষ অলিখিতভাবে এ ভর্তি কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেন।



এতে ভর্তিচ্ছু  সাধারণ ছাত্র-ছাত্রীরা বিপাকে পড়েছেন। অনেকে প্রস্তুতি নিয়ে এসে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও ভর্তি হতে পারেননি।

নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ এএনএম মাহবুবুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে জানান, রোববার সকালে সাতপাই এলাকার কলেজ ভবনে নিজ অফিসে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর দ্বারা তিনি লাঞ্ছিত হন।

সাধারণ শিক্ষকরা এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি দিতে চাইলে তাও করতে দেওয়া হয়নি। একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজের ভর্তি ফরম ছিনিয়ে নেয়। এজন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।



কলেজে ভর্তি হতে আসা আনিছুর  রহমান বাংলানিউজকে জানান, ৩০ জুন জরিমানা ছাড়া ভর্তি হওয়ার শেষ দিন। ১৪ জুলাই পর্যন্ত জরিমানা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। কলেজ অধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগ নেতাদের দ্বন্দ্বের কারণে জরিমানা দিয়ে ভর্তি হতে হবে তাদের।

কলেজের একটি সূত্র জানায়, মেধা তালিকার ভিত্তিতে এবার ১২৫০ জন শিক্ষার্থী এ কলেজে ভর্তি হতে পারছে। এর মধ্যে প্রায় সাড়ে ১১শ’ শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে।

রোববার অধ্যক্ষ বলেন, একাদশ শ্রেণির বিজ্ঞান ও কমার্স শাখায় জিপিএ’র ভিত্তিতে ইতোমধ্যে ভর্তি সম্পন্ন করা হয়েছে।

মানবিক শাখার কিছু শিক্ষার্থীর ভর্তি এখনো বাকি। ছাত্রলীগের গ্রুপটি চাচ্ছে তাদের তালিকামতো এ শাখায় শিক্ষার্থী ভর্তি করতে। এতে রাজি না হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে আমাকে লাঞ্ছিত করেছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ