রাবি(রাজশাহী): মুঠোফোন নম্বর সেভ না থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন হত্যার হুমকি দেন।
এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
সোমবার রাবি সাংবাদিক সমিতির (রাবিসাস) একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করে এ ব্যাপারে জানালে এ আশ্বাস দেন উপাচার্য।
সোমবার দুপুর ২টার দিকে রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এমএ সাঈদ শুভ’র নেতৃত্বে সাংবাদিকরা উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করে ছাত্রলীগ নেতা তুহিনের হুমকির ব্যাপারে জানান।
এছাড়াও সাংবাদিকের নিরাপত্তা ও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এসময় উপাচার্য বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মুঠোফানে নম্বর সেভ না থাকায় শনিবার দৈনিক আমাদের সময়ের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন শিমুলকে গালিগালাজ এবং হত্যার হুমকি দেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন।
এবিষয়ে শনিবার রাতে নিরাপত্তা চেয়ে তুহিনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগও দিয়েছেন সাংবাদিক শিমুল।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৪