ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ১৫ কোটি টাকার বাজেট অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ১৫ কোটি টাকার বাজেট অনুমোদন

ঢাকা: ২০১৪-১৫ অর্থ বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ব্যয় নির্বাহের জন্য ২ হাজার ১৫ কোটি ৪৬ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে কমিশনের ১৩৭ তম পূর্ণ কমিশন সভায় সোমবার এ বাজেট অনুমোদিত হয়।



এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ২০১৩-১৪ অর্থ বছরের সংশোধিত বাজেটে ১৮২৪.৭০ কোটি টাকা অনুমোদন করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৪-১৫ অর্থ বছরের ব্যয় নির্বাহের জন্য মূল বাজেটে ২১.৬১ কোটি টাকা এবং ২০১৩-১৪ অর্থ বছরের সংশোধিত বাজেটে ১৯.৬৬ কোটি টাকা অনুমোদন করা হয়।

সভায় পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠামো) আব্দুল মান্নান হাওলাদার, ইউজিসি সদস্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, প্রফেসর ড. এম. মুহিবুর রহমান, প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, প্রফেসর ড. আবুল হাশেম এবং প্রফেসর ড. মো. আখতার হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম নূর উন নবী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ইউজিসি সচিব ড. মো. খালেদ এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মুহাম্মদ ইব্রাহীম কবীর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ