ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিরতিহীন পরীক্ষা প্রশ্ন ফাঁসের সমাধান নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
বিরতিহীন পরীক্ষা প্রশ্ন ফাঁসের সমাধান নয়

রাজশাহী: প্রশ্নপত্র ফাঁস রোধ করতে বিরতিহীন পাবলিক পরীক্ষা নেওয়া কোনো সমধান নয়। তাই সরকারি ছুটির দিন ছাড়া পাবলিক পরীক্ষার মধ্যে আর কোনো বিরতি থাকবে না বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেওয়া সিদ্ধান্ত বদলের আবেদন জানানো হয়েছে।



শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করে মহানগরীর সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা এ আবেদন জানান।

দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন তারা।

২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর ব্যানারে রাজশাহীতে মানববন্ধনকারীরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা পরীক্ষাগারের গিনিপিক নয়। যখন-তখন যেকোনো সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্তিতে ফেলা হচ্ছে। শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রোধ করা সরকারের দায়িত্ব। তা না করে অযৌক্তিকভাবে পরীক্ষার মধ্যে বিরতি তুলে দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার আগে অন্তত একবার বইটি সম্পূর্ণ দেখে পরীক্ষায় বসা উচিত। এইচএসসির বিশাল সিলেবাস একদিনে দুইটি কেন একটি বই ভালোভাবে দেখা সম্ভব নয়। শিক্ষামন্ত্রী যদি তার  সিদ্ধান্ত বহাল রাখেন তাহলে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়বে।

মানববন্ধনে উপস্থিত অভিভাবকরা তাদের বক্তব্যে বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে গোড়াতেই গলদ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত ওই গোড়ার গলদগুলো খুঁজে বের করা। প্রশ্নপত্র ফাঁস রোধ করতে শিক্ষার্থীদের ওপর বিরতিহীন পরীক্ষার মতো অযৌক্তিক কোনোকিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়।

মানববন্ধন শেষে পাঁচদফা দাবি পেশ করে শিক্ষার্থীরা। দাবিগুলো হচ্ছে-প্রশ্নপত্র ফাঁস অবশ্যই রোধ করতে হবে, এইচএসসি পরীক্ষার সময় পর্যাপ্ত ছুটি দিতে হবে, সব পাবলিক পরীক্ষার সময় বৃদ্ধি করতে হবে, গতানুগতিক শিক্ষা পদ্ধতির ধারা অব্যাহত রাখতে হবে এবং এইচএসসি ২০১৫ ব্যাচকে বারবার বিভ্রান্ত করা যাবে না, স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত বদলের দাবিতে আগামী সোমবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে মানববন্ধন করবেন শিক্ষার্থীরা।

গত বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে এইচএসসিতে প্রশ্নফাঁস নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পাবলিক পরীক্ষা চললে প্রশ্নপত্রের নিরাপত্তা বিধান করা কঠিন হয়ে পড়ে। তাই আগের মতো আর দীর্ঘ সময় ধরে পরীক্ষা নেওয়া হবে না। পাবলিক পরীক্ষায় সরকারি ছুটি ছাড়া কোনো বিরতি থাকবে না।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ