বান্দরবান: শিক্ষকের দাবিতে বান্দরবান সরকারি কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থী-অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে ছাত্রলীগের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এতে বান্দরবান সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, বান্দরবান জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, শহর ছাত্র লীগের সভাপতি কেএম এহসান উদ্দীন চৌধুরী ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আহসানুল আলম রুমু প্রমুখ।
বক্তারা বলেন, বান্দরবান সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ নিয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছেন শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। শিক্ষক সংকট থাকার পরও মহিলা কলেজে কর্মরত ১৩ জন শিক্ষকের মধ্যে মহাপরিচালকের নির্দেশে পাঁচ শিক্ষককে অন্যত্র বদলি করা হয়। যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে ও লেখাপড়ার মান দিন দিন কমে যাচ্ছে।
বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকা থেকে শিক্ষার্থীরা শিক্ষা লাভের জন্য এখানকার কলেজগুলোতে ভর্তি হয়। কিন্তু শিক্ষক সংকটের কারণে তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারছে না।
তাই জরুরি ভিত্তিতে কলেজগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪