জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন (র্যাগিং) করায় তিন ছাত্রীর ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কৃতরা হলেন সামি রেজওয়ানা, সাবরিনা আক্তার নিতু ও রাফিয়া। এরা সবাই মার্কেটিং বিভাগের ৪২তম ব্যাচের শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী।
নবনির্মিত শেখ হাসিনা হলের ৪৩তম ব্যাচের এক ছাত্রীকে নিজ রুমে ডেকে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন(র্যাগিং ) করে একই বিভাগের ৪২ ব্যাচের সামি রেজওয়ানা, রাফিয়া ও সাবরিনা আক্তার নিতু।
পরে ঐ ছাত্রী লিখিতভাবে উপাচার্য বরাবর অভিযোগ করলে মঙ্গলবার শৃঙ্খলা কমিটির বৈঠকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়।
বুধবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে সামি রেজওয়ানা, রাফিয়া ও সাবরিনা আক্তার নিতুর ছাত্রত্ব বাতিলসহ আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদ আহমদ।
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪