রাবি: ঈদের ১৫ দিনের ছুটি শেষে বুধবার খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নির্ধারিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে হলে ফিরতে শুরু করেছে আবাসিক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গত ২২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।
১৫ দিনের ছুটি শেষে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। এর আগে গত ৩ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪