ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইন ক্যাম্পাস মাস্টার্স কোর্স চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইন ক্যাম্পাস মাস্টার্স কোর্স চালু

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গবেষণাসহ দেড় বছর মেয়াদি ৫টি বিষয়ে ক্যাম্পাস ভিত্তিক মাস্টার্স প্রোগ্রাম চালু করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর-রশিদ প্রথমবারের মতো এ মাস্টার্স প্রোগ্রামের অনুমদন দেন।



বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিক্ষা পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশেষ মাস্টার্স কোর্স চালু করা হয়েছে।

পর্যায়ক্রমে এ প্রোগ্রামে অন্যান্য বিষয়ও অর্ন্তভুক্ত করা হবে। এ বিশেষ মাস্টার্স প্রোগ্রামে শতকরা ৮০ ভাগ আসন কলেজ শিক্ষকদের জন্য নির্দিষ্ট করা থাকবে যাতে তারা উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ লাভ করতে পারে। সেই সঙ্গে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারেন।

শিক্ষার গুণগত মানোন্নয়নে এ শিক্ষা কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. সায়েদা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর ড. মো. আসলাম ভূঁইয়া (প্রশাসন) ও প্রো-ভাইস-চ্যান্সেলর ড. মুনাজ আহমেদ নূর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ