ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেতন স্কেল ঘোষণার দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
বেতন স্কেল ঘোষণার দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ছবি : প্রতীকী

ঢাকা: শতভাগ পদোন্নতি ও প্রধান শিক্ষকদের নিচের ধাপে বেতন নির্ধারণসহ বেতন স্কেল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।


 
এ সময় নতুন বেতন কাঠামো স্থায়ীকরণ স্থগিত রেখে হলেও বেতন স্কেল ঘোষণার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ জুলাই বেতন স্কেল বাস্তবায়ন সম্পর্কিত যে পরিপত্র জারি করা হয়েছে তাতে বাংলাদেশের সব প্রাথমিক সহকারী শিক্ষক ক্ষুব্ধ ও হতাশ। শিক্ষকদের বিভিন্ন দাবিসহ সামাজিক ও ‍অর্থনৈতিক মর্যাদা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

অবিলম্বে দাবি মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান শিক্ষক নেতারা।

মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি শাহিনুর আল-আমীন, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রবিউল, আনিসুর রহমান, শাহিনুর ‌আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ