ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবি উপাচার্যের সাথে জাপানি গবেষকদের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
খুবি উপাচার্যের সাথে জাপানি গবেষকদের সাক্ষাৎ

খুলনা: জাপানের একদল গবেষক খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে রোববার বিকেলে তার কার্যালয়ে সাক্ষাত করেন।

উপাচার্য গবেষক দলকে স্বাগত জানিয়ে বলেন যে, বাংলাদেশের বন্যা, নদী ভাঙ্গন, জলাবদ্ধতাসহ প্রাকৃতিক দুর্যোগ তথা জলবায়ু পরিবর্তন বড় ধরনের সমস্যা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষক-গবেষকবৃন্দ নানাদিকে এসব বিষয় নিয়ে কাজ করছেন।

জাপানী গবেষক দল দেশের অন্যান্য এলাকার কাজের সাথে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার ওপর তাদের যৌথ গবেষণার আগ্রহের কথা ব্যক্ত করলে উপাচার্য বলেন উপকূলীয় পরিবেশ শিক্ষা-গবেষণার ব্যাপারে খুবি সবসময়ই সহায়তায় আগ্রহী। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভব সহায়তা দেয়া হবে।

জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাজীব স এর নেতৃত্বে ৮ সদস্যের এ প্রতিনিধিদলে একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাৎসুমা ইয়মা, পরিবেশ শিক্ষা ল্যাবরেটরির গবেষক ড. গুলশান আরা পারভীন, কুমিকো ফুজিতা, সাকামত মাসাহীসহ দু’জন প্রফেসর, পোস্টডক্টরেল, পিএইচডি মাস্টার্সের ছাত্র-গবেষক উপস্থিত ছিলেন।

প্রফেসর রাজীব স বলেন, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। তার মূল উদ্দেশ্য গবেষণালদ্ধ তথ্য উপাত্ত শিক্ষা কোর্স অন্তর্ভূক্ত করা এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ প্রশমনের উপায় উদ্ভাবন, সামাজিক ও আর্থিক দিকসমূহ নিরুপণ ও দিকনির্দেশনা প্রদান। জাইকা এ প্রকল্পে সহায়তা করবে এবং আগামী ১৪ আগস্ট ঢাকায় এ বিষয়ে সরকারের মাধ্যমে একটি চুক্তি সই হবে।

এর আগে প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষক-গবেষকদের সাথে মতবিনিময় করেন।

উপাচার্যের কার্যালয়ে প্রতিনিধি দলের সাক্ষাতকালে খুবির ইনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. এম রকীব উদ্দিন, প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, ড. মো. আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ