কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রকৌশল অনুষদ খোলার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের শিক্ষার্থীরা।
ষষ্ঠ দফায় দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করে তারা।
প্রকৌশল অনুষদের দাবিতে গত দুই বছর থেকে মোট পাঁচ দফায় আন্দোলন করে আসছে এই দুই বিভাগের শিক্ষার্থীরা। তবে প্রত্যেকবার উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করে তারা। কিন্তু আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় গত রোববার থেকে ষষ্ঠ দফায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
এদিকে, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলে এ অনুষদের অনুমোদন দেওয়া হবে বলে আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
তবে শিক্ষার্থীরা জানান, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ২০ আগস্ট একাডেমিক কাউন্সিলে তা অনুমোদন না করলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন, আমরাও চাই ইঞ্জিনিয়ারিং অনুষদ করতে। আগামী একাডেমিক কাউন্সিলে উত্থাপনের মাধ্যমে তা বাস্তবায়নের মূল প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪