ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে গুলির শব্দ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
ইবিতে গুলির শব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পেছন দিক থেকে এক রাউন্ড ও ২টার দিকে ডায়না চত্বর এলাকা থেকে আরেক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।



এ ঘটনার পর থেকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ব্যাপক গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ক্যাম্পাস থেকে দুপুর ২টায় ছেড়ে যাওয়া গাড়ি মধুপুর এলাকায় পৌঁছালে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের একটি দল গাড়িতে তল্লাশি করে। তবে কোনো কিছু না পেয়ে গাড়িগুলো ছেড়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মাধ্যম থেকে ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের মাধ্যমে তথ্য উদঘাটনের চেষ্টা করছি।

এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধ  কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।