ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোবিন্দগঞ্জ কলেজে বহিষ্কৃত শিক্ষার্থীদের ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
গোবিন্দগঞ্জ কলেজে বহিষ্কৃত শিক্ষার্থীদের ভাঙচুর

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের বহিষ্কৃত শিক্ষার্থী খসরু ও রিপনের নেতৃত্বে কলেজের অফিস কক্ষ ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রোববার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী খসরু ও রিপনকে কলেজ শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কলেজে শিক্ষার পরিবেশ ধ্বংস করা চেষ্টা করার অপরাধে তাদের কলেজ থেকে বহিষ্কার করা হয়।  
   
এর জের ধরে সোমবার দুপুরে বহিষ্কৃত শিক্ষার্থী খসরু ও রিপনসহ বেশ কয়েকজন সাঙ্গ-পাঙ্গ নিয়ে কলেজের অফিস কক্ষে ভাঙচুর করে। এতে অফিস কক্ষের আসবাবপত্রসহ কাঁচ ভেঙে গেছে।

গোবিন্দগঞ্জ স্মৃতি কলেজের অধ্যক্ষ সৈয়দ সুজাত আলী রফিক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান,  খবর পেয়ে ঘটনাস্থলে ছাতক থানার পুলিশ এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ