রংপুর: মিঠাপুকুর উপজেলার বালুচর কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলি করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভের এক পর্যায়ে স্কুল পরিদর্শনে আসা উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।
এর আগে দ্বিতীয় সাময়িক পরীক্ষা বর্জন করে স্কুলের ১৪৭ জন শিক্ষার্থী।
স্কুল সূত্র জানায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, অভিভাবক ও প্রধান শিক্ষকের দ্বন্দ্বের কারণেই ভেঙ্গে পড়েছে শিক্ষা কার্যক্রম। গত পাঁচ দিন যাবৎ প্রধান শিক্ষিকা মাহফুজা খাতুনের বদলি দাবিতে সন্তানদের বিদ্যালয়ে যেতে দিচ্ছেন না অভিভাবকরা।
বিষয়টি দেখতে মঙ্গলবার উপজেলার শিক্ষা অফিসার মাসুদুল হাসান ও সহাকারী শিক্ষা অফিসার সিলভিয়া আক্তার বিদ্যালয়টি পরিদর্শনে যান। অভিভাবকদের সঙ্গে আলাপকালে প্রধান শিক্ষকেরক বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন তারা।
এসময় প্রধান শিক্ষক বদলি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাবেন না বলেও জানান অভিভাবকরা।
এক পর্যায়ে অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষা অফিসারের কথা কাটাকাটি হলে তাদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
প্রধান শিক্ষক মাহফুজা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ করেছিলাম।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন-অর-রশীদ জানান, বালুচর কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করা হবে। একইসঙ্গে বিতর্কিত প্রধান শিক্ষকের বদলির পক্ষে মত দেন বিদ্যালয় পরিচালনা কমিটি।
গত ৩ আগস্ট বাংলানিউজে ‘ক্ষমতাধর শিক্ষিকাকে নিয়ে বিপাকে রংপুর শিক্ষা বিভাগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
** ক্ষমতাধর শিক্ষিকাকে নিয়ে বিপাকে রংপুর শিক্ষা বিভাগ
বাংদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪