ঢাকা: বেইলী রোডের ‘সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতারমূলক করেছে। সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজন মহল্লায় মহল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু রাজনধানীর বেইলী রোডে সাড়ে ৮ কোটি টাকার জমির লোভে গুঁড়িয়ে দেওয়া হলো দরিদ্র শিশুদের বিদ্যালয়টি।
বক্তারা বলেন, যেখানে ২০০১ সালের পর থেকে দেশে পর্যাপ্ত হারে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড়েনি সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ধ্বংসের পায়তারা চলছে।
তারা এও বলেন, পর্যাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় ব্যাঙয়ের ছাতার মতো গজিয়ে উঠেছে নিম্নমানের কিন্ডার গার্ডেন। যার ফলে শিক্ষার্থীরা অতিরিক্ত অর্থ দিয়ে শিক্ষা কিনতে বাধ্য হচ্ছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি বিধান বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বাংলাদেশে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লাকী আক্তার, স্কুল গভর্নিং বডির সভাপতি মোর্শেদা বানু, স্কুলের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪