ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দায়িত্ব নিল ঢাবি সাংবাদিক সমিতির নতুন কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
দায়িত্ব নিল ঢাবি সাংবাদিক সমিতির নতুন কমিটি ছবি:জনি /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): আগামী এক বছরের জন্য দায়িত্ব নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নব নির্বাচিত কমিটি।

মঙ্গলবার সন্ধ্যায় টিএসসি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এ দায়িত্ব গ্রহন করেন।



নবনির্বাচিত সভাপতি মাসুম বিল্লাহ (সমকাল) ও সাধারণ সম্পাদক সানাউল হক সানীর (আমাদের সময়) কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি এমএম জসিম (নিউ নেশন) ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন (সকালের খবর)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাবি সাংবাদিক সমিতির প্রধাণ উপদেষ্টা অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সহিদ আখতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, রেজিস্টার (ভারপ্রাপ্ত) সৈয়দ রেজাউর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাকসুদ কামাল প্রমুখ।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন, যেখানে সব সময় সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হয়। প্রতি বছরই নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটি দায়িত্ব নেয়। এখান থেকে দেশের প্রতিটি সংগঠনের শেখার আছে। ’

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমিতির সদস্যরা ভবিষ্যতে দেশের সাংবাদিকতার ক্ষেত্রে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাবি শাখার শীর্ষ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়।

কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন সহ-সভাপতি মাহমুদুল হাসান মাহী (দৈনিক জনতা), যুগ্ম সম্পাদক মতিউর তানিফ (যায়যায় দিন), দফতর সম্পাদক ফররুখ মাহমুদ (মানবজমিন), অর্থ সম্পাদক রফিকুল ইসলাম (কালের কণ্ঠ) কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন সাখাওয়াত আমিন (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), ফরহাদ উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) এবং তৌহিদুর রহমান (নয়া দিগন্ত) নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, এটিএন নিউজের প্রধান প্রতিবেদক বোরহানুল হক সম্রাট এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাহিদ তুষার।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ