ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় মেয়েরা ভাল ফলাফল করেছে। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে আছে।
এবার মেয়েদের পাসের হার শতকরা ৭৬ দশমিক ৬৮, অপরদিকে ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৮১।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৪ লাখ ৫২ হাজার ১৩০ জন মেয়ে অংশ নিয়েছিলেন, তারমধ্যে পাস করেছেন ৩ লাখ ৪৬ হাজার ৭০৮ জন।
অপরদিকে ৪ লাখ ৬২ হাজার ৪৭৩ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৪৫ হাজার ৯৮২ জন পাস করেছেন।
তবে সকল বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ হাজার ৭৮৭ ছেলে শিক্ষার্থী, অপরদিকে ৩১ হাজার ৮১৫ মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এছাড়াও ব্যবসায় শিক্ষায় মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ৬০ যেখানে ছেলেরা ৭৯ দশমিক ৬৭ ভাগ পাস করেছেন।
মানবিক শাখায় মেয়েদের পাসের হার ৭১ দশমিক ৯৮, ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ৫৯।
আর মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ০৫, অপরদিকে ছেলেদের পাসের হার ৮২ দশমিক ১৯।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৩