ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবারও সেরা রাজউক মডেল কলেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
এবারও সেরা রাজউক মডেল কলেজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে এবারও সেরার তালিকায় রয়েছে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ।

দ্বিতীয় স্থানে রয়েছে নরসিংদীর কাদির মোল্লা সিটি কলেজ, তৃতীয় স্থানে আদমজী ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চতুর্থ স্থানে রয়েছে ন্যাশনাল আইডিয়াল কলেজ এবং পঞ্চম স্থানে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।



রাজউকে মোট ১ হাজার ২৬২ জন অংশ নিয়ে মাত্র ১ জন ফেল করেছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন।

বুধবার সকালে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেন।

এরপর দুপুর একটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

এ বছর গড় পাসের হার ৭৮.৩৩ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।

ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪.৫৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.০৬ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৫৫ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭০. ১৪ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯.১৬ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৭৫ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪.১৪ শতাংশ ও যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬০. ৮৫ শতাংশ।
 
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৪.০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৫ জন।

কারিগরি বোর্ডে পাসের হার ৮৫.০২ শতাংশ।

ছেলেদের মধ্যে পাসের  হার ৭৭.৮৬ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ৩৮ হাজার ৭৮৭ জন।

মেয়েদের মধ্যে পাসের হার ৭৮.৮৬ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ৩১ হাজার ৮১৫ জন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

** দিনাজপুর বোর্ডে রংপুর ক্যান্ট পাবলিক প্রথম, ক্যাডেট দ্বিতীয়
** সিলেট বোর্ডে সাফল্যের ধারা ছেলেদের ঘরে

** যশোর বোর্ডের সেরা বিশে খুলনার ৮ কলেজ
** জেলার শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ
** চতুর্থবারের মতো দেশসেরা রাজউক উত্তরা 
** এইচএসসিতে গড় পাস ৭৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার
 

** সিলেট বোর্ডে পাসের হার ৭৯.১৬

** চতুর্থবারের মতো দেশসেরা রাজউক উত্তরা
** কুমিল্লায় পাসের হার ৭০.১৪
** মৌলভীবাজার পাসের হার ৭৭.৭৮
** এইচএসসিতে সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন
** চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭০.০৬ শতাংশ
** বরিশাল বোর্ডে পাসের হার ৭১.৭৫
** ভোলায় এইচএসসিতে পাসের হার ৬৭.২০
** আজ এইচএসসি পরীক্ষার ফল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।