ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেলার শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
জেলার শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ

পাবনা: এবারের এইচএসসি পরীক্ষায় পাবনা জেলার শীর্ষে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ।

জেলায় মোট ১৫ হাজার ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ হাজার ২৪২ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছ ৯৩৬ জন। পাসের হার ৭৯ দশমিক ৮ ভাগ।

জেলার সেরা ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে ১ হাজার ২৩৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ১৭৫ জন। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৭১ জন। বেড়া আল হেরা কলেজ একাডেমি থেকে ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। পাবনা সরকারি মহিলা কলেজ থেকে ৭৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২৬ জন ও জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। এছাড়া ঈশ্বরদী মহিলা কলেজ থেকে ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯০ জন ও জিপিএ-৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।