ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে সেরা জেসিপিএসসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
সিলেটে সেরা জেসিপিএসসি

সিলেট: সিলেট শিক্ষাবোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সেরা স্থান দখল করে নিয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। এ বছর প্রতিষ্ঠানটির ৪৮৮ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে।

এদের মধ্যে জিপিএ-৫ পাওয়ার সাফল্য অর্জন করেছে ৪১৪ জন। গতবার (২০১৩) প্রতিষ্ঠানটি বোর্ডে দ্বিতীয় স্থানে ছিলো।

গতবার প্রথম স্থানে থাকা সিলেট ক্যাডেট কলেজ এবার দ্বিতীয় স্থানে চলে এসেছে। আর তৃতীয় স্থানে রয়েছে এমসি কলেজ।

এরপর সেরা ২০ কলেজের তালিকায় ক্রমান্বয়ে রয়েছে- সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট কমার্স কলেজ, সিলেটের স্কলার্স হোম, এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, সুজা মেমোরিয়াল কলেজ, তৈয়বন্নেসা খানম একাডেমি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেটের ব্লু-বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, জনতা মহাবিদ্যালয়, সৈয়দ সাইদ উদ্দিন কলেজ, বিবিয়ানা মডেল কলেজ, বিশ্বনাথ কলেজ ও বিয়ানীবাজার সরকারি কলেজ।

বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৭৯.১৬। গতবার পাশের হার ছিলো ৭৯.১৩। গতবারের চেয়ে এবারের ফলাফলের সব সূচক বৃদ্ধি পেয়েছে। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। বোর্ডে ছেলেদের পাশের হার ৭৯.১৯ ও মেয়েদের পাশের হার ৭৯.১৪।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগষ্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।