খুলনা: এবার এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের সেরা বিশটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে খুলনা মহানগর ও জেলার ৮টি কলেজ স্থান পেয়েছে।
বোর্ড সেরার তালিকায় ২য় স্থানে উঠে এসেছে খুলনার সরকারি এম এম সিটি কলেজ।
গত বছর দ্বিতীয় স্থানে থাকা খুলনার ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল এবার নেমে গেছে ৪র্থ স্থানে। তাদের ৫৩ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হলেও জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
পরপর দু’বার ৭ম স্থানে থাকা খুলনা পাবলিক কলেজ এবার উঠে এসেছে ৫ম স্থানে। তাদের ৩৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৭ জন।
এবার ৯ম স্থানে থাকা খুলনার রূপসার বঙ্গবন্ধু কলেজ গতবছর ছিল ১৫তম অবস্থানে। তাদের ৪৭৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৭২ জন।
এ বছর ৭ধাপ নিচে নেমে ১১তম স্থানে রয়েছে খুলনা সরকারি গার্লস কলেজ। তাদের ৬০০ ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন।
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবার ১২তম স্থানে রয়েছে। তাদের ১৬৬ শিক্ষার্থীর মধ্যে ১৫৮ জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৫০ জন।
দুই ধাপ নেমে ১১ থেকে ১৩তম অবস্থানে রয়েছে খুলনার সরকারি পাইওনিয়র গার্লস কলেজ। তাদের ৭৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯৫ জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন।
১৮তম স্থানে রয়েছে খুলনার আজম খান কমার্স কলেজ। তাদের ৪৫৭ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪০০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪