ঝিনাইদহ: ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড গড়ে যশোর বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে।
ক্যাডেট কলেজ থেকে এবার ৫৩ জন ক্যাডেট পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের অ্যাডজুট্যান্ট মেজর ফয়সাল আবেদীন হাসান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের জিপিএ- ৫ প্রাপ্তরা হলেন- বিজ্ঞান বিভাগের আবির, রিশাদ, তানজিম, মাসুদ, সাদমান, আব্দুল্লাহ, সোহেল, মঈনুল, ইয়াসির, আবিদ, রিসালাত, মাহফুজ, বাপ্পা, সৈকত, আনজুম, শাহাদ, মাহমুদ, মাহদী, আকিব, প্রান্ত, মহিউদ্দিন, সাইমুম, রাফসান, শামীম, ইকরাম, জুনায়েদ, জেহাদ, ওয়ালি, হারুন, সাবাত, আবরার, ইয়াছিন, সাব্বির, সাইদী, মুসা, আহমেদ, আজহার, তানবীর, মঞ্জুর, সুভাশীষ, মারুফ, মোস্তাফিজ, আশিক, আদনান, তাহমীদ,মেজবাহ, ইনজামাম, ফাহাদ ও রাফি।
মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্তরা হলেন- তাহসীন, আশফান ও ফুয়াদ। এছাড়া এই বিভাগ থেকে ক্যাডেট সাফ্ফাত পেয়েছেন জিপিএ-৪.৯০।
এদিকে, ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে এবার ৬৬৫ জন পরীক্ষা দিয়ে ৫০৪ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯১ জন। কলেজটির পাসের হার ৭৫.৭৯%।
ঝিনাইদহ সরকারি নুরুন্নেহার মহিলা কলেজ থেকে এবার ৫২৮ জন পরীক্ষা দিয়ে ৪৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৫০ জন জিপিএ-৫ পেয়েছেন। কলেজটিতে পাসের হার ৮১%।
ঝিনাইদহ ডিগ্রি কলেজ থেকে এবার ৮৩২ জন পরীক্ষা দিয়ে ৪১৬ জন পাস করেছেন। এ কলেজ থেকে ১৮ জন জিপিএ-৫ অর্জন করেছেন। কলেজটিতে পাসের হার ৫০%।
ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ থেকে ৩০৩ জন পরীক্ষা দিয়ে ২৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। এ কলেজ থেকে ১৮ জন জিপিএ-৫ পেযেছেন। কলেজটির পাসের হার ৯২.৪%।
ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৮৩ জন পরীক্ষা দিয়ে ৩৭১ জন পাস করেছেন। এ কলেজ থেকে ৩২ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৭৭.০৭%।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৬টি কলেজ থেকে ১১৮৬ জন পরীক্ষা দিয়ে ৭৫৯ জন পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। পাসের ৬৩.৯৯%।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪