ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: বরাবরের মতো এবছরও এইচএসসি পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজ তার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।



জিপিএ-৫ প্রাপ্তরা হলো- আতিক, পাভেল, আজিজ, মোস্তফা, মাসুদ, সীমান্ত, অপু, তাকরিম, মানব, মিজান, রুমি, ফারদিন, সোহান, ইফতি, শাহরিয়ার, মোস্তাবী, তামিম, আরমান, আকরাম, নওশাদ, লাবিদ, হৃদয়, রওনক, হাসান, রেজাউল, আশরাফুল, সঞ্জিব, মোকলাস, মোহামিন, জায়েদ, তালহা, তুরজা, মাহির, মুসফিক,  হোসাইন, নেওয়াজ, সাকিব, ফয়েজ, আবির, রবি, তাসফিন, কায়েস, রুমান, সাদী, নিলয়, সিয়াম, ফায়েজ, শাহরিয়ার, রাকিব, হাসনাত, আহাদ ও আরাফাত। সবাই বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসাইন বাংলানিউজকে জানান, ছাত্র-শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সাফল্য ধরে রাখা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।