ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

না.গঞ্জে এইচএসসিতে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
না.গঞ্জে এইচএসসিতে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে

নারায়ণগঞ্জ: ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জে শিক্ষার্থী পাশের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির হারও।



এবার নারায়ণগঞ্জে পাশের হার ৮৩ দশমিত ৮০ ভাগ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৬৯ জন পরীক্ষার্থী।

২০১৩ সালে পাশের হার ছিল ৭২ দশমিক ৬০ ভাগ। গত বছর পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৪ হাজার ৯০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১০ হাজার ২৩০ জন। জিপিএ ৫ পেয়েছিল ৪১৪ জন পরীক্ষার্থী।

এ বছর পয়েন্ট গ্রেড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হয়েছে বন্দর উপজেলার কদমরসুল কলেজ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।