ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারিগরি শিক্ষা বোর্ডে পাসে এগিয়ে বরিশাল টেকনিক্যাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
কারিগরি শিক্ষা বোর্ডে পাসে এগিয়ে বরিশাল টেকনিক্যাল

ঢাকা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (ভোকেশনাল) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
 
বুধবার সারা দেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এ তালিকা প্রকাশ করা হয়।


 
জানা যায়, এ কলেজের অধীনে মোট ৩০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে মোট ২৬৫ জন।

তবে এ কলেজ থেকে কোনো শিক্ষার্থী গোল্ডেন প্লাস বা এ প্লাস পায়নি।

পাসের ক্ষেত্রে কলেজটি সর্বোচ্চ ৫৬ দশমিক ৮৭ পয়েন্ট অর্জন করে তালিকার শীর্ষে স্থান দখল করে নিয়েছে।
 
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষ ২০টি কলেজের মধ্যে রয়েছে, শেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নেত্রকোনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গৌরিপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিং, দেওয়ানগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর-পার্বতীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর-হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বরগুনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা সদর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নোয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রায়পুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-নরসিংদী।
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।