ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেড়েছে শতভাগ পাশের প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
বেড়েছে শতভাগ পাশের প্রতিষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বেড়েছে শতভাগ পাশ প্রতিষ্ঠানের সংখ্যা। চলতি বছর এ সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১শ’ ৪৭ এ।

গতবছরের ফলাফলে এ সংখ্যা ছিল ৮৪৯টি। বিগত এক বছরে শতভাগ পাশকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৯৮টি।

আলিম পরীক্ষায় ২ হাজার ৬৮০ টি প্রতিষ্ঠান অংশ নিয়ে শতভাগ পাশ করেছে ৮৫৯টি। এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ প্রতিষ্ঠানের সংখ্যা বেশি ঢাকা বোর্ডে। আর কারিগরি বোর্ডের ১ হাজার ৫৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৭৮ টি প্রতিষ্ঠানের পাশের হার শতভাগ।

ঢাকা বোর্ডে ৯৬০টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। মোট ৫১টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এরপরে দিনাজপুর বোর্ডের অবস্থান। ৫৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৭টি প্রতিষ্ঠানের সকলেই উত্তীর্ণ হয়েছে।

রাজশাহী বোর্ডে শতভাগ পাশকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। এ বোর্ড থেকে ৬৬১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এইচএসসি পরীক্ষায়।

সিলেট বোর্ডের অংশ নেয়া ২০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১০টি প্রতিষ্ঠানের পাশের হার শতভাগ।

কুমিল্লা বোর্ডের ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

যশোর বোর্ডে শতভাগ পাশের প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি। এ বোর্ডে পরীক্ষায় অংশ নেয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৫২৮টি। চট্টগ্রাম বোর্ডের ২০৫ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩টি প্রতিষ্ঠানের পাশের হার শতভাগ।

বরিশাল বোর্ডে অংশ নেয়া ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১টি প্রতিষ্ঠানের পাশের হার শতভাগ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।