ময়মনসিংহ: এইচএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডে সেরা বিশে স্থান করে নিয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। বুধবার ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ৪৩ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
ফলাফল প্রকাশের পর দুপুরে কলেজে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের আনন্দ আর চিৎকারে পুরো ক্যাডেট ক্যাম্পাস যেন কাঁপছে। কৃতি শিক্ষার্থীরা প্রমাণ করেছে তারাই সেরা।
জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ গালর্স ক্যাডেট কলেজ থেকে মোট শিক্ষার্থী অংশ নেয় ৪৩ জন। এদের সবাই বিজ্ঞান বিভাগের ছাত্রী। শতভাগের জিপিএ-৫ ও পাসের সাফল্যও তাদের।
ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টপকে যাচ্ছে এ ক্যাডেট কলেজটি। মূলত সঠিক অধ্যবসায় ও নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠানটির মূল চালিকাশক্তি। প্রিন্সিপাল ও শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বনিষ্ঠার কারণে কলেজটি আজ সাফল্যের চরম শিখরে আরোহণ করেছে।
ময়মনসিংহ গালর্স ক্যাডেট কলেজের প্রিন্সিপাল জয়নাল আবেদিন বলেন, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের সার্বিক কার্যক্রম নিয়ন্ত্রিত হয় ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের নির্দেশনানুক্রমে।
পরিচালনা পরিষদের সভাপতির সঠিক ও সময়োপযোগী দিক নির্দেশনা ও তার সার্বক্ষণিক আগ্রহ, কলেজের সর্বস্তরের কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারীবৃন্দের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা, ক্যাডেটদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অধ্যবসায়ের ফলশ্রুতি হিসেবে আমাদের এ অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে বলে আমি মনে করি।
সকল স্তরে মেধা ও শ্রমের সুসমন্বিত সফল বাস্তবায়ন এবং শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রমই এ সাফল্যজনক ফলাফল অর্জনে মূখ্য ভূমিকা পালন করেছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪