রাজশাহী: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া কলেজগুলোর মধ্যে এবার ১৫টি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করলেও দুইটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেন নি।
রাজশাহী বোর্ডে গত বছরের তুলনায় এ বছর শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
এ প্রসঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ জানান, পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পাসের হার নির্ধারণ করতে গিয়ে দেখা গেছে শহরের ভালো অনেক কলেজ শতভাগ পাসের তালিকায় স্থান পায় নি। কোনো কোনো প্রতিষ্ঠান থেকে এক জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করায় শতভাগ পাসের তালিকায় স্থান পেয়েছে। আবার ভালো ফলাফল করেও শুধুমাত্র এক জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়ায় শতভাগ পাসের তালিকায় আসতে পারেনি কিছু প্রতিষ্ঠান।
তিনি বলেন, চলতি বছর শূন্য পাসের হার যে দুইট কলেজ, সেগুলো নতুন। এগুলোতে শিক্ষক সংকটসহ নানা সমস্যা রয়েছে। তবে কিছু দিনের মধ্যে এসব কলেজের শিক্ষক ও অধ্যক্ষদের নিয়ে শিক্ষা বোর্ডে কর্মশালার আয়োজন করা হবে এবং আগামীতে যেন ফলাফল ভালো হয় সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪