ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘অবাধ্য’ শিক্ষার্থী বেশি কারিগরি বোর্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
‘অবাধ্য’ শিক্ষার্থী বেশি কারিগরি বোর্ডে

ঢাকা: ‍প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে সর্বোচ্চ বহিষ্কৃত শিক্ষার্থী কারিগরি বোর্ডে। এবার পরীক্ষা চলাকালীন সময়ে কারিগরি বোর্ডের ১৪৮ জন শিক্ষার্থীকে নকলসহ বিভিন্ন ধরনের অনৈতিক পন্থা অবলম্বনের দায়ে ‍বহিষ্কার করা হয়।



গত ৪ বছরের অতীত ঘেঁটেও দেখা যায়, ২০১২ সাল ছাড়া প্রতিবছরই বহিষ্কৃত শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যার দুর্নাম ধরে রেখেছে কারিগরি শিক্ষা বোর্ড। এর কাছাকাছি রয়েছে ঢাকা বোর্ড ও মাদ্রাসা বোর্ড।

২০১০ সাল থেকে পরিসংখ্যানে দেখা যায়, কোনবারই বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা এ বোর্ডে শতকের নিচে নামেনি। ২০১০ সালে বহিষ্কৃত হয়েছিল ১৬৯ জন, ২০১১ সালে বহিষ্কার হয়েছিলেন ১৮১ জন, ২০১২ সালে ১৩৮ জন এবং ২০১৩ সালে ১৭৩ জন।

চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪ হাজার ৫৮৭ জন শিক্ষার্থী। ঢাকা বোর্ড থেকে পরীক্ষার্থী অংশ নেন ২ লাখ ৯৭ হাজার ৮১৪ জন। তবে ঢাকা বোর্ডে অবাধ্য পরীক্ষার্থীর সংখ্যা ১৩৯ থেকে কমে ৮৯-তে নেমেছে।

নকল করা শিক্ষার্থী কিন্তু কমেছে মাদ্রাসা বোর্ডেও। ২০১৩ সালে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা ১৫৫ থাকলেও এবার তা ৮৮-তে নেমেছে।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে বহিষ্কৃতের মোট সংখ্যা ৫২৫ জন। এবার একমাত্র যশোর বোর্ডে এ সংখ্যা শতক ছাড়িয়েছে। নকলের কারণে ১০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিলো এ বোর্ডে।

এরপরে রয়েছে কুমিল্লা বোর্ড। এ বোর্ডে এ ধরনের অবাধ্য শিক্ষার্থী ৯০ জন। বরিশাল বোর্ডে বহিষ্কৃত শিক্ষার্থী ৮৬ জন।

এরপর ক্রমান্বয়ে রয়েছে চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ড। এ দু বোর্ডেই ৪৪ জন করে অবাধ্য পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডে বহিষ্কৃত হয়েছেন ৪৩ জন।

সবচেয়ে কম বহিষ্কৃত হয়েছেন রাজশাহী বোর্ডে। অবশ্য ৪ বছর ধরেই এ বোর্ডে বহিষ্কৃতের সংখ্যা কখনোই অর্ধশত পার হয়নি। এবারেও বহিষ্কৃতের সংখ্যা ২১ জন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগষ্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।