ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উচ্চশিক্ষা নিয়ে বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
উচ্চশিক্ষা নিয়ে বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সেমিনার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে ‘বৈশ্বিক মেরিটাইম চ্যালেঞ্জ এবং বাংলাদেশে মেরিটাইম উচ্চশিক্ষার ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রূপসী বাংলা হোটেলের বলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএম‌ইউ) উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এসময় তিনি মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু জ্ঞান চর্চা ও বিকাশে স্থায়ী ক্যাম্পাস, অবকাঠামো নির্মাণসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নতুন অনুষদ এবং বিভাগ চালুতে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব বিশাল সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সেমিনারে মেরিটাইম সেক্টরের সম্ভাবনা এবং পেশাগত উন্নয়ন বিষয়ে ক্যাপ্টেন কাজী আলী ঈমাম এবং মেরিন প্রযুক্তিতে উচ্চশিক্ষা সম্ভাবনা নিয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. রফিকুল ইসলাম প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া বাংলাদেশে মেরিটাইম উচ্চশিক্ষার কাঠামোগত দিকনির্দেশনা বিষয়ে প্রবন্ধ তুলে ধরেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন।

সেমিনার উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (www.bsmrmu.edu.bd) আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।