ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ‘ডাকাত’ বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চোর, বাটপার।
সোমবার বিকেলে বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিসটিক (ব্যানবেইস) সম্মেলন কক্ষে আয়োজিত ‘উপজেলায় তথ্য প্রযুক্তি সেন্টার স্থাপনে প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
ব্যানবেইসের তত্ত্বাবধানে মাসব্যাপী এ কর্মশালাটি সমাপ্ত হবে ১৬ সেপ্টেম্বর।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘জনসংখ্যাই আমাদের সবচেয়ে বড় বিপদ, বড় বোঝা। কিন্তু এ বিশাল জনগোষ্ঠিকে দক্ষ করে তুলতে পারলে এরাই আমাদের সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে। ’
প্রচলিত শিক্ষাব্যবস্থায় দক্ষ জনবল গড়ে তোলা সম্ভব নয়, উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কেবলমাত্র শিক্ষিত হলেই চলবে না, প্রয়োজন দক্ষতা ও তথ্য-প্রযুক্তি নির্ভর কারিগরি জ্ঞান। তা না হলে কেবল বড় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিলেও কোনো কাজ হবে না। ’
শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের এমনভাবে পাঠদান করতে হবে যেন তারা অগ্রবাহিনী হিসেবে গড়ে ওঠতে পারে। এ জন্য তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞানকে বেশি উৎসাহিত করতে হবে। ’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যানবেইসের পরিচালক কবির আহমেদ।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪