ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পড়াশোনার বাইরে কেউ থাকতে পারবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪
পড়াশোনার বাইরে কেউ থাকতে পারবে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে ও সব ছেলে মেয়ের লেখাপড়া নিশ্চিত করতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একটা লোকও নিরক্ষর থাকতে পারবে না। প্রত্যেকের অন্তত স্বাক্ষর জ্ঞান থাকতে হবে, শিক্ষিত হতে হবে। সেভাবের আমাদের ব্যবস্থা নিতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে। কোনও ছেলে-মেয়ে পড়াশোনার বাইরে থাকতে পারবে না।

তিনি বলেন, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের শিক্ষিত জাতি গড়া একান্ত প্রয়োজন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই আমাদের দারিদ্র বিমোচনের একমাত্র হাতিয়ার।

শিক্ষিতদের সব পেশার কাজ করতে আগ্রহী করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষিত হয়েও সবার মাঝে কৃষি কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। এর জন্য বিশেষ কিছু ব্যবস্থা নিতে হবে। নইলে ভবিষ্যতে সমস্যা দেখা দিবে। ’

উদাহরণ হিসেবে তিনি বলেন, বিভিন্ন এলাকায় ধান লাগানো ও ফসল কাটার লোক পাওয়া যায় না।

পারিবারিক পেশাভিত্তিক শিক্ষার দিকে দৃষ্টি দিতে হবে। পারিবারিক পেশাকে টিকিয়ে রাখতে হবে। নইলে অনেক কিছু আমাদের দেশ থেকে হারিয়ে যাবে- যোগ করেন প্রধানমন্ত্রী।

মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে শিক্ষামন্ত্রণায়ল সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মাদ্রাসার শিক্ষার কারিকুলাম ঠিক করে দিতে হবে। মাদ্রাসার শিক্ষার কারিকুলাম থাকার পাশাপাশি যেন আধুনিক শিক্ষাকে সামনে নিয়ে আসতে পারি। উভয় ধরণের শিক্ষা যেন তারা পায়। একটা বাদ দিয়ে আরেকটা করতে গেলে মাদ্রাসা থাকবে না। এটা খেয়াল রাখতে হবে। ’

পাবর্ত্য এলাকায় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে যাতায়াতের অসুবিধা। সেখানকার ছেলেমেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সাধারণ নিয়মের ব্যতয় ঘটিয়ে সেখানে আবাসিক স্কুল তৈরি করা যেতে পারে। ’

বক্তব্যে প্রধানমন্ত্রী চর এলাকার ছেলেমেয়েদের মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, ‘সেখানে শিশুরা প্রাথমিকের পর ঝরে  পড়ে। এটা বন্ধ করতে হবে। ’

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব মোহাম্মদ সাদিকসহ শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪

** প্রধানমন্ত্রীর উদ্যোগে সুফল পাচ্ছে জনগণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।