ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে আধিপত্য বিস্তারের হামলায় ৭ ছাত্রলীগ কর্মী আহত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
জাবিতে আধিপত্য বিস্তারের হামলায় ৭ ছাত্রলীগ কর্মী আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের এক গ্রুপের হামলায় অপর গ্রুপের ৭ নেতা-কর্মী আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে চারটার দিকে মওলানা ভাসানী হলে এই ঘটনা ঘটে।



প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও মওলানা ভাসানী হল শাখার সভাপতি শাকিল গ্রুপের নেতা-কর্মীদের উপর হামলা চালায় হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ গ্রুপের নেতা-কর্মীরা।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, হল শাখা সভাপতি শাকিল ও সদস্য রকনুজ্জামান সবুজকে কুপিয়ে জখম করে তারা।

এই ঘটনায় আরও আহত হয়েছেন সাইফুল, জহির, আরিফ ও সবুজ।

বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রশাসন বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।