ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছাত্রলীগের সংঘর্ষ

আট ঘণ্টা পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন!

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
আট ঘণ্টা পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের এক গ্রুপের হামলার পর আট ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফলে, কয়েকশ ছাত্র হলের মধ্যে আটকা পড়ে আছেন।



বৃহস্পতিবার ভোররাতে এ সংঘর্ষ হলেও দুপুর পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর হলে অবস্থানকারীরা হল গেটে তালা দিয়ে রেখেছেন। এতে করে বাইরে থেকে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না। এমনকী ভেতর থেকে বাইরে আসতে পারছেন না তারা।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান জানিয়েছেন, সমস্যা সমাধানে প্রশাসনকে তিনি পুলিশ আনতে বলেছেন। কিন্তু তারা এখনও কোনো উদ্যোগ নেয়নি। ফলে, সমস্যার সমাধান হচ্ছে না।

এদিকে, ছাত্রলীগের দুই গ্রুপ হলের ভেতরে ও বাইরে দেশিয় অস্ত্র নিয়ে অবস্থান করছে বলে হলের সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সহকারী প্রক্টর ও হল প্রশাসনের কর্মকর্তারা হলের সামনে বসে চা-সিগারেট পান করলেও বিষয়টি সমাধানের কোনো উদ্যোগ নেননি। অলসভাবে সময় কাটাচ্ছেন তারা।

বাইরে থাকা শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হামলাকারীদের রক্ষা করার জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে পুলিশ থাকলেও তাদের হলে আনা হচ্ছে না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও মওলানা ভাসানী হল শাখার সভাপতি শাকিল গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায় হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ গ্রুপের নেতাকর্মীরা।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, হল শাখা সভাপতি শাকিল ও সদস্য রকনুজ্জামান সবুজকে কুপিয়ে জখম করে তারা।

এই ঘটনায় আরো আহত হয়েছেন- সাইফুল, জহির, আরিফ ও সবুজ চার কর্মী।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রশাসন বিষয়টি নিয়ে বৈঠকে বসেছে।

** জাবিতে আধিপত্য বিস্তারের হামলায় ৭ ছাত্রলীগ কর্মী আহত

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।