ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০০৭ সালের ২০-২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে প্রতিবছরের মতো এবারও পালন করা হবে ‘কালো দিবস’।
২৪ আগস্ট, রোববার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে বিশ্ববিদ্যালয় পরিবার।
কালো দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ এবং বেলা সাড়ে ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এসব কর্মসূচিতে অংশ নিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ সবারর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবছর ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হলেও এ বছর ওইদিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে ২৪ আগস্ট, রোববার দিবসটি পালনের সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪